ফ্রান্সে ইসলাম ধর্মকে আবমাননা করায় টঙ্গীতে বিক্ষোভ; মহাসড়ক অবরোধ।
বি এ রায়হান, গাজীপুর:
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা:)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
একাধিক সংগঠন। জুম্মার নামাজ শেষে জেলার বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের টঙ্গী শাখা, ইসলামি ঐক্য পরিষদ ও তাওহিদি জনতার উদ্দ্যেগে এ কর্মসূচি পালন করা হয়। জুমার নামাজ শেষে মুসল্লিরা টঙ্গীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টঙ্গীর ষ্টেশন রোডে অবস্থান নিয়ে ব্যানার, প্ল্যাকাড নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন ও ম্যাক্রোঁর কুষপুত্তিলিকা দাহ করে। হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলা শাখার আমীর মাওলানা মাসউদুল করিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-আল্লামা তাইজুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা নাজির আহম্মেদ প্রমুখ।
বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। এছাড়া আগামী চব্বিশ
ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন এবং ফ্রান্সের সকল পন্য বাংলাদেশ থেকে বর্জন, বাংলাদেশে নিযুক্ত
ফ্রান্স রাষ্টদূতকে অপসরন করারও দাবি জানানো হয়।মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর ব্যাঙ্গাত্বক চিত্র প্রদর্শনকারীকে অবিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। মুসল্লিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে
সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক এবং ঢাকা-আশুলিয়া বেড়িবাঁধ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।